Logo

রাজনীতি    >>   চীনে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল

চীনে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল

চীনে সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন, ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার অংশ হিসেবে বিএনপির প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

বিএনপির এই প্রতিনিধি দল চীনের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে অংশীদার দেশগুলোর সঙ্গে মতবিনিময় করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert